skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollদিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী, নাম প্রস্তাব কেজরিওয়ালের
Delhi Chief Minister

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী, নাম প্রস্তাব কেজরিওয়ালের

আর একজনের নাম শোনা যাচ্ছিল, কৈলাস গেহলত

Follow Us :

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী হতে চলেছেন অতিশী। আম আদমি পার্টির দলীয় বৈঠকে তাঁর নাম প্রস্তাব করেন অরবিন্দ কেজরিওয়াল। সে প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পদে বসার জন্য আর একজনের নাম শোনা যাচ্ছিল, কৈলাস গেহলত। কিন্তু অগ্রাধিকার পেলেনে অতিশীই।

অতি সম্প্রতি সুপ্রিম কোর্টে জামিন পেয়ে তিহাড় জেল থেকে মুক্ত হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে বেরিয়ে ১৫ সেপ্টেম্বর সবাইকে চমকে দিয়ে তিনি ঘোষণা করেন, মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চলেছেন তিনি। এরপরেই রাজধানীর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা ওঠে।

আরও পড়ুন: শুনানির লাইভ স্ট্রিমিং হবেই, রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

সূত্রের খবর, অতিশীর সঙ্গে কোনও উপমুখ্যমন্ত্রী থাকবেন না। আগামী ২৬-২৭ সেপ্টেম্বর দিল্লি বিধানসভায় বিশেষ অধিবেশন হবে, সেখানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি।

RELATED ARTICLES

Most Popular