নয়াদিল্লি: স্বস্তি মিলল যোগগুরু বাবা রামদেবের (Baba Ramdev)। তাঁর সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদের (Patanjali Ayurveda) বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) মামলা বন্ধ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে রামদেবের শিবিরকে সতর্ক করা হয়েছে, আর একবার রায়ের লঙ্ঘন করলে ফল ভালো হবে না।
পতঞ্জলি সংস্থার ওষুধপত্র নিয়ে ভুয়ো এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ২০২৩ সালে নভেম্বরে সংস্থা জানিয়েছিল, তারা এ ধরনের বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত থাকবে। কিন্তু এরপরেও টিভি চ্যানেল ও পত্রপত্রিকায় অসত্য বিজ্ঞাপন চালিয়েছিল রামদেবের সংস্থা। তা গোচরে আসায় এ বছর ফেব্রুয়ারিতে রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালাকৃষ্ণের (Acharya Balakrishna) বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করা হয়।
আরও পড়ুন: বিনেশকে রাজ্যসভায় পাঠানোর দাবি হরিয়ানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর
মঙ্গলবার সেই মামলায় রেহাই মিলল যোগগুরু এবং পতঞ্জলি সংস্থার। অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে তাদের পদক্ষেপে আশ্বস্ত হয়েছে বিচারপতি হিমা কোহলি (Justice Hima Kohli) এবং বিচারপতি এহসানুদ্দিন আমানুল্লাহর (Ahsanuddin Amanullah) বেঞ্চ। একই সঙ্গে ভবিষ্যতে এই ভুল না করতে কড়াভাবে সতর্ক করেছেন দুই বিচারপতি।
দেখুন অন্য খবর: