নয়াদিল্লি: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে (Narendra Modi Oath Taking Ceremony) আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। সোমবার, ঢাকা ফিরে যাওয়ার আগে গান্ধী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী হাসিনা। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi), কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi Vadra) সঙ্গে বেশ কিছুক্ষণ কথোপকথন হয় তাঁর।
কংগ্রেস ভারতের ক্ষমতায় না থাকলেও গান্ধী পরিবারের সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রেখেছেন হাসিনা। আগেও দিল্লিতে এসে গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন তিনি। এবার মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেও তার ব্যতিক্রম হল না। দীর্ঘদিন পরে দেখা হওয়ার পরে শুধুমাত্র সোনিয়া গান্ধীকেই নয়, রাহুল এবং প্রিয়াঙ্কাকেও জড়িয়ে ধরেন শেখ হাসিনা। কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন: অমিত শাহ স্বরাষ্ট্রে, অর্থে নির্মলা, বিদেশে জয়শঙ্কর, প্রতিরক্ষায় রাজনাথই
সূত্রের খবর ব্যক্তিগত পরিসরের কথা ছাড়াও একাধিক রাজনৈতিক আলোচনায় হয়েছে তাঁদের মধ্যে। সোমবার রাহুল গান্ধী তাঁর হোয়াটস্যাপ চ্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎকারের বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, দেশের অর্থনীতি সহ সার্বিক উন্নয়ন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে নানান কথোপকথন হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী দেড় মাসের মধ্যে চীন এবং দিল্লি সফর রয়েছে শেখ হাসিনার। সূত্রের খবর, ভারত সফরটি কোন সময়ে হবে, তা নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। তবে জুনের শেষ সপ্তাহে হাসিনার দিল্লি সফর হতে পারে বলেই জানা যাচ্ছে। যদিও এখনও দিনক্ষণ স্থির হয়নি। জুনের বৈঠকে তিস্তা জলবণ্টন চুক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি মোংলা বন্দর নিয়েও আলোচনা হতে পারে বলেই সূত্রের খবর।
আরও খবর দেখুন