Friday, July 18, 2025
HomeScrollBig Breaking: নিরাপত্তায় বড়সড় গাফিলতি, পঞ্জাবে সভা বাতিল করে ফিরছেন প্রধানমন্ত্রী

Big Breaking: নিরাপত্তায় বড়সড় গাফিলতি, পঞ্জাবে সভা বাতিল করে ফিরছেন প্রধানমন্ত্রী

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ তুলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার ভাতিন্দায় প্রধানমন্ত্রীর সভা ছিল। নিরাপত্তার গাফিলতির কথা বলে সেই সভা বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর কনভয় ভাতিন্দা থেকে হুসেনইওয়ালা যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়ে।

হুসেনইওয়ালা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আটকে পড়ে কনভয়। দেখা যায় ফ্লাইওভারে ওঠার মুখে বিক্ষোভকারীরা রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন। প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ১৫ থেকে ২০ মিনিট সেখানে আটকে পড়ে। এই ঘটনাকেই নিরাপত্তার বড়সড় গাফিলতি বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠাল অমিত শাহের মন্ত্রক। এই ঘটনার পিছনে কারা রয়েছে, তাদের চিহ্নিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন- UP Congress Rally: উত্তরপ্রদেশে সভা-পদযাত্রা স্থগিত রাখল কংগ্রেস, কাল নয়ডায় বাতিল যোগীর সভা

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39