পাটনা: নিট কেলেঙ্কারি তদন্তে উঠে এল মূলচক্রীর নাম। বিহার ইকোনমিক অফেন্সেস ইউনিট সূত্রে জানা গিয়েছে, ৫৩ বছর বয়সি সঞ্জীব মুখিয়া নামে নালন্দ বিশ্ববিদ্য়ালয়ের এক টেকনিক্যাল অ্যাসিসট্যান্স নিট কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারেন। সেই সূত্রে ইতিমধ্যে তাঁর খোজে তল্লাশি শুরু করেছে বিহার পুলিশ।
সূত্রের খবর, এই সঞ্জীব গোটা চক্রীর মূল পান্ডা। এই চক্রের মাধ্যমে গোটা বিহার জুড়ে বিভিন্ন সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস করে টাকা উপার্জন করে। এর আগে এই অভিযোগে ২০১৬ সালে সঞ্জীবকে গ্রেফতার করেছিল পুলিশ। এমনকী তার ছেলে শীব কুমার বিহারের পিএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে উজ্জয়িনী থেকেগ্রেফতার করে পুলিশ। বিহারের বেউর জেলে বন্দি শিব।
আরও পড়ুন: অবশেষে স্বস্তি, ১২ কামরার লোকাল ট্রেন শুরু শিয়াদলদহের তিন প্ল্যাটফর্মে
অন্য দিকে, বিহারে নিটের প্রশ্নফাঁসের ঘটনার কথা মেনে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই ঘটনায় সঞ্জীবকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছে। পাটনা, নালন্দা, গয়া ও নওয়াদা জেলার পুলিশকে সতর্ক করা হয়েছে। নগরনৌসার শাহপুরে সঞ্জীবের গ্রামের বাড়িতেও পুলিশি অভিযান চলছে। সঞ্জীবের আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, ঝাড়খণ্ডেও তদন্ত জোরদার করা হয়েছে। ঝাড়খণ্ডের দেওঘর থেকে ৫ জনকে এবং রাঁচি থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: