Friday, July 18, 2025
HomeদেশBiometric Attendance: বায়োমেট্রিকে হাজিরা নিয়ে নয়া নির্দেশ কেন্দ্রের, জেনে নিন বিশদে

Biometric Attendance: বায়োমেট্রিকে হাজিরা নিয়ে নয়া নির্দেশ কেন্দ্রের, জেনে নিন বিশদে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: একটানা ৭ দিন ধরে বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের রুখতে তৎপর কেন্দ্র। যে কারণে আবারও সরকারি কর্মীদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার।

বায়োমেট্রিক ব্যবস্থা অর্থাৎ আঙুলের ছাপের মাধ্যমে হাজিরা দিতে হয় অনেক সরকারি অফিসে। একজনের আঙুলের ছাপের উপর আরেকজন আঙুলের ছাপ দিলে করোনা কিংবা ওমিক্রন ছড়ানোর প্রবল সম্ভবনা থাকে। যে কারণে এই বিশেষ ব্যবস্থা নিল সরকার।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই বিষয়ে টুইট করে লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে বাড়ছে কোভিড। সেই কারণে সরকারি কর্মী, আধিকারিকদের বায়োমেট্রিক হাজিরার বিষয়টি স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বায়োমেট্রিক হাজিরা বন্ধ থাকবে। সরকারি কর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’  

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই বায়োমেট্রি হাজিরার ব্যবস্থা বন্ধ করা ছিল। গত ৮ই নভেম্বর থেকে এই বায়োমেট্রিক ব্যবস্থা পুনরায় চালু হয়। তবে, বর্তমানে আবারও বাড়ছে করোনা। তাই আগে থেকেই পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে সরকার।

আরও পড়ুন-  Arvind Kejriwal tests Covid Positive : করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৭৯ জন। গত ২৪ ঘণ্টা কোভিডে মৃত্যু হয়েছে ১২৪ জনের। দেশে বর্তমানে পজিটিভিটি রেট ৩.২৪ শতাংশ। আর ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৯২। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯২ জনের শরীরে মিলেছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39