নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রীর সাততারা সরকারি বাংলো নিয়ে বিতর্ক অব্যাহত। এ নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ফের একবার কটাক্ষ করল বিজেপি (BJP)। বিজেপির দাবি, এই প্রাসাদোপম বাংলো জনগণের টাকায় নির্মিত। এই বাংলোকে ‘শিশ মহল’ আখ্যা দিয়েছে তারা। তার পাল্টা দিল আম আদমি পার্টিও (AAP)। আগে এই বাংলোয় থাকতেন কেজরিওয়াল, এখন রয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী (Atishi)।
মঙ্গলবার সকালে বাংলোর এক ভিডিও পোস্ট করে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা (Virendraa Sachdeva) লেখেন, “নিজেকে আম আদমি বলা অরবিন্দ কেজরিওয়ালের শিশ মহলের কথা সত্যতা আমরা বলে এসেছি। আজ আপনাদের দেখাবও। মার্বেল-গ্র্যানাইট লাইটিং ১.৯ কোটির, ইনস্টলেশন এবং সিভিল কাজ ১.৫ কোটির। জিম-স্পায়ের যন্ত্রপাতি সমেত মোট ৩.৫ কোটি।”
আরও পড়ুন: এনডিএ সংখ্যাগরিষ্ঠ, ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে মনে করালেন রিজিজু
खुद को आम आदमी कहने वाले @ArvindKejriwal की अय्याशी के शीशमहल की सच्चाई हम बताते आए हैं , आज आपको दिखायेंगे भी!
जनता के पैसे खाकर अपने लिए 7-Star Resort का निर्माण करवाया है!
शानदार Gym-Sauna Room-Jacuzzi की कीमत!
• Marble Granite Lighting→ ₹ 1.9 Cr.
•Installation-Civil… pic.twitter.com/QReaeNMRQ8— Virendraa Sachdeva (@Virend_Sachdeva) December 10, 2024
সচদেবা আরও বলেন, কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সরকারি বাড়ি, গাড়ি এবং সুরক্ষা নেবেন না। কিন্তু এখন দিল্লির করদাতাদের কষ্টার্জিত অর্থ লুঠ করছেন। সাততারা বাংলোর দামে সাধারণ মানুষের জন্য কী কী করা যেত তার ফিরিস্তিও দিয়েছেন বিজেপি সভাপতি।
বিজেপির আক্রমণের পাল্টা দিয়েছেন আপ নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল এমন একজন যিনি নিজের জন্য বাড়ি বানিয়েছেন, কিন্তু দেশের মানুষ জানতে চাইছে স্কুল কোথায়। একটা বাড়ির জন্য অল্পকয়েক কোটি টাকা নিয়ে বিজেপি চিন্তিত কিন্তু স্কুলের জন্য বরাদ্দ হাজার হাজার কোটি তারা লুঠ করেছে। সেই টাকা কোথায়? সিসোদিয়া আরও বলেন, বিজেপি আসলে বড় বড় সমস্যা চাপা দিতেই এসব অভিযোগ করছে।
দেখুন অন্য খবর: