দেরাদুন: বিধানসভা ভোটের ফল (Uttarakhand Assembly Elections 2022) ঘোষণা হয়েছে ১০ মার্চ৷ তারপর কেটে গিয়েছে নয় দিন৷ কিন্তু উত্তরাখণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী (Uttarakhand CM) কে হবেন তা নিয়ে বিজেপির অন্দরে কাটছে না জট৷ পাহাড়ি রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসতে পারলেও ভোটে হেরে গিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)৷ যিনি বিধানসভা ভোটের মাত্র কয়েকমাস আগেই মুখ্যমন্ত্রী হন৷ ভোটে হেরে গেলেও সূত্রের খবর, সম্ভাব্য মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন ধামি৷ এছাড়া আরও অনেকের নাম নিয়ে চলছে আলোচনা৷ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতেই আগামী সোমবার সংসদীয় দলের বৈঠক বসতে চলেছে বিজেপি৷
সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার হবে শপথগ্রহণ৷ তাতে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷ তাই সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করে ফেলতে চায় বিজেপি৷ ওই বৈঠকে থাকবেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজনাথ সিং এবং মীনাক্ষী লেখি৷ রবিবারই তাঁরা পৌঁছে যাচ্ছেন উত্তরাখণ্ডে৷ এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শাদাব শামস৷
শাদাব জানিয়েছেন, অধিকাংশ নবনির্বাচিত বিধায়ক হোলি নিয়ে ব্যস্ত৷ তাঁদের রবিবারের মধ্যে দেরাদুনে চলে আসতে বলা হয়েছে৷ আগামী ২-৩ দিনের মধ্যে শপথগ্রহণ অনুষ্ঠান হবে, মৌখিকভাবে তাঁদের সেটাও জানিয়ে দেওয়া হয়েছে৷ এখন প্রশ্ন হচ্ছে, উত্তরাখণ্ডের দায়িত্বে কাকে বসাবে বিজেপি? দু-তিনজনের নাম নিয়ে জোর আলোচনা হচ্ছে৷ সবার আগে উঠে আসছে পরাজিত মুখ্যমন্ত্রী পুষ্কর সিংয়ের কথা৷ ভোটে হেরে গেলেও দল তাঁকে আরও একটি সুযোগ দিতে চাইছে৷ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মাত্র কয়েকমাস কাজ করার সুযোগ পেয়েছেন৷ অন্যদের তুলনায় তাঁর বয়স কম৷ ওই কয়েকমাসে বেশ কিছু ভালো কাজ করেছেন৷ তাই তাঁর উপরই আস্থা রাখতে চাইছে দল৷ তবে ধামি ছাড়াও সতপাল মহারাজ, ধ্যান সিং রাওয়াত এবং অনিল বালুনির মতো কয়েকজন নেতার নাম নিয়েও আলোচনা হচ্ছে৷