ওয়েব ডেস্ক: বিজেপির (BJP) নতুন সর্বভারতীয় সভাপতি (National President) কি একজন মহিলা হতে চলেছে? কেন্দ্রীয় রাজনীতিতে এখন এটাই আলোচনার বিষয়। দীর্ঘদিন হয়ে গেল নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করেনি কেন্দ্রের শাসকদল। দুই বছরেরও আগে, ২০২৩ সালে জানুয়ারি মাসে সভাপতিত্বের মেয়াদ শেষ হয়ে যায় জগৎ প্রকাশ নাড্ডার (JP Nadda)। তাঁর মেয়াদ বাড়ানো হয় আরও এক বছর। কিন্তু তা সত্ত্বেও নতুন মুখ পাওয়া যাচ্ছিল না।
এই পরিস্থিতিতেই নতুন সভাপতি হিসেবে উঠে আসছে তিনজনের নাম এবং তিনজনেই মহিলা। সেই তিনজনের একজন হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাকি দু’জন ডি পুরেন্দশ্বরী (D Purandeswari) এবং বনথী শ্রীনিবাসন (Banathi Srinivasan)। সীতারামনকেই ‘ফেভারিট’ হিসেব মনে করা হচ্ছে। সম্প্রতি জেপি নাড্ডার সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন তিনি। অর্থমন্ত্রী সর্বভারতীয় সভাপতি হলে বিজেপির দক্ষিণ ভারতে জমি শক্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ হবে।
আরও পড়ুন: শমীকের সভাপতি হওয়ার পর দিনই এ কী বললেন দিলীপ ঘোষ?
ডি পুরন্দেশ্বরী অন্ধ্রপ্রদেশে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বহুভাষী এই রাজনৈতিক নেতার অভিজ্ঞতা যথেষ্ট। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের বক্তব্য বিশ্বমঞ্চে তুলে ধরতে যেসব প্রতিনিধি দল গিয়েছিল তার একটির অংশ ছিলেন পুরন্দেশ্বরী। আবার আইনজীবী পেশা থেকে রাজনীতিতে আসা শ্রীনিবাসনের নামও সভাপতি পদের জন্য ভাসছে। বর্তমানে রাজ্য বিধানসভার কোয়েম্বাটোর দক্ষিণ কেন্দ্রের প্রতিনিধি তিনি। ১৯৯৩ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে দলের মহিলা মোর্চার জাতীয় সভাপতি, রাজ্য সচিব, সাধারণ সচিব, তামিলনাড়ুর সসহ-সভাপতির পদ সামলেছেন।
শোনা যাচ্ছে, মহিলা সভাপতি পক্ষে গ্রিন সিগন্যাল দিয়েছে আরএসএস। সাম্প্রতিক নির্বাচনগুলিতে বিজেপির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মহিলা ভোটাররা। বিশেষ করে মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লিতে অনেকটাই পার্থক্য গড়ে দিয়েছেন মহিলারা। যদি এই তিনজনের একজন নির্বাচিত হন তাহলে এই প্রথমবার পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতি হবেন একজন মহিলা।
দেখুন অন্য খবর: