Tuesday, July 8, 2025
HomeদেশVarun Gandhi: ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে প্রাইভেট মেম্বার বিল বরুণের

Varun Gandhi: ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে প্রাইভেট মেম্বার বিল বরুণের

Follow Us :

নয়াদিল্লি: কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর পরই প্রধানমন্ত্রীকে (Varun Gandhi) চিঠি দিয়েছিলেন। চিঠিতে মৃত কৃষকদের ১ কোটি করে ক্ষতিপূরণ ছাড়াও ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিশ্চিত করতে আইন আনার দাবি জানিয়েছিলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী (Varun Gandhi)। এ বার ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে সংসদে প্রাইভেট মেম্বার বিল জমা দিলেন বরুণ। কেন্দ্রের তরফে অবশ্য ইতিমধ্যেই কৃ্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য (MSP) সহ কৃষকদের অন্যান্য দাবিদাওয়া মেনে নেওয়া হবে। কেন্দ্রের চিঠি পেয়েই আন্দোলন প্রত্যাহার করেছেন কৃষকরা।

বরুণের জমা দেওয়া বিলটির নাম- ‘দ্য ফার্মারস রাইট টু গ্যারেন্টেড মিনিমাম সাপোর্ট প্রাইস রিয়েলাইজেশন অফ অ্যাগ্রি-প্রোডিউস বিল’। ২২টি ফসলের জন্য আইনত গ্যারান্টিযুক্ত ন্যূনতম সমর্থন মূল্য প্রদানের কথা রয়েছে বিলটিতে। যা উৎপাদনের খরচের তুলনায় ৫০ শতাংশ লাভ রেখে স্থির করা হয়েছে। বরুণ সংসদে বিলটি জমা দিলেও সেটি এখনও সংসদে পেশ করা হয়নি। সাংসদরা তাদের দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে ব্যক্তিগত ক্ষমতায় প্রাইভেট মেম্বার বিল পেশ করতে পারেন। ১৯৫২ সাল থেকে এ পর্যন্ত, প্রায় এক ডজন প্রাইভেট মেম্বার বিল পাস হয়েছে।

বরুণের প্রস্তাবিত আইন অনুসারে, যে কোনও কৃষক উপরোক্ত ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে কম মূল্য পাচ্ছেন মনে করলে তিনি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। লেনদেনের দুই দিনের মধ্যে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা করার কথা বলা হয়েছে। এর আগে চিঠিতে প্রধানমন্ত্রীকে বরুণ লিখেছিলেন, যত তাড়াতাড়ি ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে একটি আইন আনা উচিত। কৃষকদের আন্দোলনে নিহত ৭০০ কৃষকদের প্রত্যেকের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি জানান বিজেপি সাংসদ। লখিমপুর হিংসার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও লেখেন।

আরও পড়ুন: মৃত কৃষকদের ১ কোটি করে ক্ষতিপূরণ দিন, মোদিকে চিঠি বরুণ গান্ধীর

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39