মুম্বই: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Assembly Elections) ফলপ্রকাশ হয়েছে তিন দিন হয়ে গেল। কিন্তু কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। একদিকে আছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis), অন্যদিকে শিবসেনার একনাথ শিন্দে (Eknatha Shinde)। দুজনেই মুখ্যমন্ত্রিত্বের দাবিদার। শোনা যাচ্ছে, ফড়নবিশ, শিন্দে এবং অজিত পওয়ারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেখানে বৈঠকের পরেই ঠিক হবে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন।
২৮৮টি আসনের মধ্যে বিজেপি (BJP) এককভাবে ১৩২টি আসন জিতেছে, এক নম্বরে তারাই, তাই মুখ্যমন্ত্রীর কুর্সি পেতে ফড়নবিশই ফেভারিট। কিন্তু বাদ সাধছে শিন্দের শিবসেনা (Shiv Sena)। শিন্দে আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চান এবং এ ব্যাপারে তিনি নাকি এনসিপির (NCP) অজিত পওয়ারের (Ajit Pawar) সমর্থন আদায় করেছেন। শোনা যাচ্ছে, শিন্দে বিজেপি নেতৃত্বের কাছে দাবি করেছেন, নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয় এসেছে তাঁর জন্যই। নির্বাচনী প্রচারের মুখ তিনি হওয়ার কারণেই এই সাড়াজাগানো সাফল্য।
আরও পড়ুন: আদানির গ্রেফতারির দাবিতে ফের সোচ্চার রাহুল গান্ধী
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ১৩২টি আসন। শিন্দের শিবসেনা এবং অজিত পওয়ারের এনসিপি জেতে যথাক্রমে ৫৭ এবং ৪১টি আসন। সবমিলিয়ে মহাযুতি জোটের দখলে আসে ২৩০টি আসন। অন্যদিকে বিরোধী জোট মহাবিকাশ আগাড়ির শরিক উদ্ধব ঠাকরের শিবসেনা জিতেছে ২০টি আসন, কংগ্রেস ১৬টি, শরদ পওয়ারের এনসিপি ১০টি এবং সমাজবাদী পার্টি ২টি আসন।
দেখুন অন্য খবর: