নয়াদিল্লি: সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের দুই তারকা কুস্তিগির বিনেশ ফোগাট (Vinesh Phogat) এবং বজরং পুনিয়া (Bajrang Punia)। তা নিয়ে তুমুল কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। কিন্তু শোনা যাচ্ছে, ব্রিজভূষণকে দুই কুস্তিগির সম্পর্কে বিরূপ মন্তব্য করতে বারণ করেছে বিজেপি (BJP) নেতৃত্ব।
বিনেশ এবং বজরংয়ের কংগ্রেসে (Congress) যোগ দেওয়ার পর গেরুয়া শিবিরের সাংসদ বলেছিলেন, ওই দুজন কুস্তিতে খ্যাতি অর্জন করেছিলেন কিন্তু কংগ্রেসে যোগ দেওয়ার পর তাঁদের নাম মুছে যাবে। ব্রিজভূষণ আরও বলেন, বিনেশ এবং বজরং যদি ভেবে থাকেন তাঁরা হরিয়ানা বিধানসভা নির্বাচনে (Haryana Assembly Elections) জিতবেন তাহলে ভুল করছেন। বিজেপির একজন অনামী প্রার্থীও তাঁদের হারিয়ে দেবে।
আরও পড়ুন: মস্কো যাচ্ছেন দোভাল, উদ্দেশ্য রাশিয়া-ইউক্রেন শান্তি
বিজেপি সাংসদের এই মন্তব্যের পরের দিনই, হরিয়ানার জুলানা বিধানসভা কেন্দ্রে বিনেশকে প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। এদিকে বজরং পুনিয়াকে সর্বভারতীয় কিসান মোর্চার সভাপতি করা হয়েছে, তিনি নির্বাচনে না লড়লেও প্রচারকাজে অংশ নেবেন।
গত বছর ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে প্রতিবাদ আন্দোলন করেছিলেন দেশের বহু কুস্তিগির। বজরং, বিনেশ এবং সাক্ষী মালিক ছিলেন সেই আন্দোলনের পুরোভাগে। ৬ সেপ্টেম্বর কংগ্রেসে যোগ দেওয়ার পর বিনেশ বলেন, সে সময় ব্রিজভূষণকে সমর্থন করছিল বিজেপি এবং কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস।
দেখুন অন্য খবর: