কলকাতা: লোকসভা নির্বাচনে বিজেপিকে কড়া টক্কর দেওয়ার পর হরিয়ানায় বিধানসভা ভোটে (Haryana Assembly Elections) জেতার ব্যাপারে আশাবাদী ছিল কংগ্রেস (Congress)। কিন্তু যথেষ্ট দাপট নিয়েই জিতেছে বিজেপি (BJP)। ভোটগণনায় কারচুপির অভিযোগ সে সময়ই তুলেছিল কংগ্রেস কিন্তু তা ক্রমে ফিকে হয়ে যায়। এবার আরও চাঞ্চল্যকর দাবি করলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) আইনজীবী অরুণ আগরওয়াল (Arun Agarwal)। তিনি বলছেন, হরিয়ানায় অন্তত ৩০ শতাংশ বুথে ইভিএম (EVM) মেশিনটাই বদলে দিয়েছিল বিজেপি।
কিসের ভিত্তিতে এই দাবি করছেন আইনজীবী?
আগরওয়াল জানিয়েছেন, তিনি বহু পোলিং এজেন্টের সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, ৭৫টি ইভিএম মেশিনে ৯০ শতাংশের উপরে চার্জ ছিল এবং ৪৫টি মেশিনে ছিল ৯৯ শতাংশ চার্জ। তা থেকেই প্রমাণিত হয়, ওই সব ইভিএমে প্রায় সব ভোট বিজেপিতে চলে গিয়েছে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশ সরকারই গোষ্ঠী সংঘর্ষে যুক্ত, অভিযোগ অখিলেশের
আইনজীবীর মতে, ১০-১২ ঘণ্টা ভোটগ্রহণের পর কোনও ইভিএমে ৯০ শতাংশের বেশি চার্জ থাকতে পারে না, ৯৯ শতাংশ তো নয়ই। এত বেশি চার্জ থাকা মানে বিজেপি আসল ইভিএম পাল্টে অন্য ইভিএম এনে গণনা করিয়েছে। আগরওয়ালের মতে, এ হল মানুষের ভোট চুরি, গণতন্ত্রের হত্যা।
তিনি এও বলছেন, কংগ্রেসের উচিত এ নিয়ে আওয়াজ তোলা। ফলাফলের সময় জয়রাম রমেশ কিছুটা উচ্চবাচ্য করেছিলেন বটে, কিন্তু এখন এ নিয়ে গণমাধ্যমে সোচ্চার হওয়া উচিত। প্রসঙ্গত, হরিয়ানা নির্বাচনের ইভিএম-এর ১০০ শতাংশ কার্যকারিতা নিয়ে মুখ খুলেছিলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত। তাঁর দাবি, লোকসভা নির্বাচনে ইভিএম গন্ডগোলের প্রমাণ পাওয়া গিয়েছে, সুপ্রিম কোর্ট তাও কোনও পদক্ষেপ নেয়নি।
দেখুন অন্য খবর: