নয়াদিল্লি: শনিবার ২০২৪ লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপির ১৯৫ জনের প্রার্থী তালিকা (BJP Candidates List) প্রকাশ্যে আনল বিজেপি (BJP)। ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে রাজধানীর ৭টির মধ্যে ৫টি কেন্দ্রের প্রার্থীর নামও। শনিবার দিল্লিতে বিজেপির তরফে সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রথম প্রার্থীপদের ঘোষণা হয়। তাতেই দিল্লির প্রার্থী তালিকায় বড় চমক দিল বিজেপি। বর্তমান চার সাংসদ – পারভেশ ভার্মা, রমেশ বিধুরি, মীনাক্ষী লেখি এবং হর্ষ বর্ধনের নাম বাদ পড়ল প্রার্থী তালিকা থেকে।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৪)
আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দিল্লির প্রার্থী তালিকায় দেখা গেল একাধিক নতুন মুখ। নয়াদিল্লি কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করেছে পদ্ম শিবির। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মীনাক্ষী লেখি। এবার এই কেন্দ্রেই প্রার্থী করা হল প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি স্বরাজ (Bansuri Swaraj)-কে। এছাড়াও চাঁদনি চক কেন্দ্র থেকে লড়বেন প্রবীণ খাণ্ডেলওয়াল। উত্তর-পূর্ব দিল্লি থেকে প্রার্থী করা হয়েছে মনোজ তিওয়ারি (Manoj Tiwari)-কে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে লড়েছিলেন তিনি। অন্যদিকে, পশ্চিম দিল্লি থেকে কমলজিৎ সেহরাওয়াত এবং দক্ষিণ দিল্লি থেকে লড়বেন রামবীর সিং বিধুরি। এইদুই কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়নি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন এবং বিতর্কিত সাংসদ রমেশ বিধুরিকে। শনিবার দল ঘোষিত দিল্লির পাঁচ প্রার্থীর মধ্যে সুষমা কন্যা বাঁসুরিই সর্বকনিষ্ঠ। পেশায় আইনজীবী বাঁসুরি রাজনৈতিক অঙ্গনে নতুন হলেও, আইনি মারপ্যাঁচ সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা রয়েছে তাঁর। গত বছর, বিজেপি তাঁকে দিল্লির বিজেপি আইন সেলের সহ-আহ্বায়ক হিসেবে নিয়োগ করেছিল।
আরও পড়ুন: প্রথম দফায় ১৯৫ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, বাংলায় ২০
প্রসঙ্গত, দিল্লি থেকে বিজেপির প্রথম তালিকায় যে পাঁচটি নাম এসেছে, তার মধ্যে উত্তর-পূর্ব দিল্লির মনোজ তিওয়ারিই একমাত্র সাংসদ যাঁকে আবার প্রার্থী করা হয়েছে। ২০১৪ ও ২০১৯ সালে বিজেপির টিকিটে উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং দুইবারই তিনি জয়ী হন। মাঝে জল্পনা শোনা যাচ্ছিল এবার তাঁকে বিহারের কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে। তবে গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায়, তৃতীয়বারও তিনি উত্তর-পূর্ব দিল্লি থেকেই প্রার্থী হচ্ছেন।
আরও খবর দেখুন