মুম্বই: মাতৃহত্যাকারী, নরখাদকের মৃত্যুদণ্ড বহাল রাখল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। সেই সঙ্গে এও জানাল, এমন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড মঞ্জুর করাও বিপজ্জনক। নরমাংস ভক্ষণের প্রবণতাযুক্ত এই ব্যক্তির জন্য কারাবাসে দণ্ডিত অন্যান্যদের বিপদ হওয়ার প্রভূত সম্ভাবনা।
কোলহাপুরের (Kolhapur) বাসিন্দা সুনীল রামা কুছকোরবি। মাকে হত্যা করে টুকরো টুকরো করে কাটার পর সেই মাংস রান্না করার অভিযোগে ২০২১ সালের জুলাইয়ে কোলহাপুর দায়রা আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল। নিম্ন আদালত সে সময় মন্তব্য করে, “এই ব্যক্তি প্রায় নরখাদক। যার সংশোধনের কোনও সম্ভাবনা নেই। তাই মৃত্যুদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা।”
আরও পড়ুন: হরিয়ানা নির্বাচনের আগে রাম হরিমের প্যারোল, কী বলছে কংগ্রেস?
বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিত দেড়ে এবং বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের অভিমত, শুয়োর এবং বিড়াল হত্যা করে মাংস খাওয়ার অভ্যাস এই ব্যক্তির আগে থেকেই ছিল। সম্ভবত সেই ভাবেই মাকে মেরে, তাঁর মাংস রান্না করা হয়। তথ্য তাই বলছে। এই অপরাধ একই সঙ্গে নৃশংস, বর্বর এবং ভয়ঙ্কর। এই মামলা নিঃসন্দেহে বিরলের মধ্যে বিরলতম।
ঘটনা ২০১৭ সালের ২৮ আগস্টের। ৬০ বছর বয়সি মাকে হত্যা করার পর দেহাংশ টুকরো করে নুন, গুঁড়ো লঙ্কা ও অন্যান্য মশলা সহযোগে রান্না করে সুনীল। যে মা সামান্য পেনশনের টাকায় উগ্র স্বভাবের এই ছেলেকে নিয়মিত খাওয়াতেন। প্রতিবেশী এক আট বছরের মেয়ে রক্তস্নাত সেই দৃশ্য দেখে ফেললে ঘটনা জানাজানি হয়।
সম্ভবত তার এমন ভয়ংকর চরিত্রের জন্যই স্ত্রী ও সন্তানেরা ইতিমধ্যেই ছেড়ে গিয়েছে সুনীলকে। তাই এমন ব্যক্তির ক্ষমা প্রার্থনার আর্জি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। মন্তব্য হাইকোর্টের।
দেখুন অন্য খবর: