শ্রীনগর: ফের বাস দুর্ঘটনা জম্মু-কাশ্মীরে। বুধবার জম্মু-কাশ্মীরের ডোডা জেলার এই পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩৮ জনের। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এখনও উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, ওই বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। সেইসময় একটি খাদকে পাশ কাটাতে গিয়েই হয় বিপত্তি। বাসের আচমকাই চাকা পিছলে যায়। যাত্রীদের নিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে বাসটি।
দুর্ঘটনার খবরে গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ। তিনি শোকবার্তায় বলেন, ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসন এবং অন্যান্যকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা তিনি।
আরও পড়ুন: কল্যাণীর পর এবার নবদ্বীপ, ফের বন্ধ হল চাকদহ নাট্যজনের নাটক
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এক্স হ্যান্ডলে তিনি লেখেন, জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।