কেরল: কেন্দ্রীয় মন্ত্রীর(Union Minister) বিরুদ্ধে উঠল নিয়ম ভাঙার অভিযোগ। অভিযুক্ত মন্ত্রীর নাম সুরেশ গোপী(Suresh Gopi) । জানা গেছে কেরলের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে চেপে হুটার বাজিয়ে ঘুরে বেড়ালেন। কেরলে বিখ্যাত একটি অনুষ্ঠানের নাম ‘ত্রিশূর পুরম’।
সেই অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম হয়। সেই ত্রিশূর কেন্দ্রের লোকসভা কেন্দ্রের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। সেখানেই তিনি অ্যাম্বুলেন্সে চেপে হুটার বাজিয়ে ঘুরে বেড়ালেন। ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। গোপীকে লক্ষ্য করে বিরোধীদের মন্তব্য মন্ত্রীর এই ধরনের কাণ্ডকারখানায় অনুষ্ঠানে ব্যাঘাত ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:রায়নাকে সরিয়ে জম্মু-কাশ্মীরে বিজেপির নয়া সভাপতি সৎ শর্মা
পুলিশ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মামলা রুজু করেছে। এদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ করেছেন গোপী। তাঁর দাবি, অ্যাম্বুলেন্স না, নিজের গাড়িতেই ছিলেন তিনি। যদি কেউ আমাকে কেউ অ্যাম্বুলেন্স করে দেখে থাকে, তাহলে বিষয়টি আমার কাছে স্পষ্ট করুক। জানাতে হবে ঘটনাটি সত্যি কিনা। ঘটনায় সিবিআই তদন্তের দাবি মন্ত্রীর।
সুরেশ গোপী বলেছেন, কেরল পুলিশ পিনারাই বিজয়নের অধীনে। নিরপেক্ষ তদন্ত নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে পরে এই নিয়ে বিতর্ক শুরু হতেই কেন্দ্রীয় মন্ত্রী ভোল পাল্টে বলেন, তাঁর গাড়িতে হামলার কারণেই তিনি অ্যাম্বুলেন্সে গিয়েছিলেন। সেই হামলায় তার পা জখম হয়েছে।
দেখুন অন্য খবর: