নয়া দিল্লি: রাজধানী দিল্লি ও রাজস্থান মিলিয়ে মোট ২১ টি সিবিএসই স্কুলের অনুমোদন ফিরিয়ে নিল সিবিএসই বোর্ড। দিল্লির মোট ছয়টি স্কুলকে উচ্চ মাধ্যমিক স্তর থেকে মাধ্যমিক স্তরে নামিয়ে আনা হয়েছে।
সিবিএসই নিয়ন্ত্রণাধীন বেশ কিছু স্কুলের পরিকাঠামো, পঠনপাঠন, তার সঙ্গে পড়ুয়াদের মান এবং সংখ্যা নিয়ে অনেকদিন আগে থেকেই অভিযোগ উঠছিল। আর সেই অভিযোগগুলি সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শন কমিটি গঠন করেছিল সিবিএসই বোর্ড।
গত ৩ সেপ্টেম্বর দিল্লির ১৬ টি ও রাজস্থানের ৫ টি স্কুলে পরিদর্শন করে ওই কমিটি। পরিদর্শনের পর বোর্ডের কাছে তারা যে রিপোর্ট জমা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে ২১টি স্কুল থেকে বোর্ডের অনুমোদন ফিরিয়ে নিয়েছে সিবিএসই আর ৬ টি স্কুলকে উচ্চ মাধ্যমিক স্তর থেকে মাধ্যমিক স্তরে নামিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন :
কারণ হিসাবে বলা হয়েছে সংশ্লিষ্ট ওই স্কুলগুলিতে পড়ুয়া সংখ্যা যথেষ্ট কম, পরিকাঠামো অভাব রয়েছে। শুধু তাই নয়, বিশেষ করে দশম থেকে দ্বাদশশ্রেণি পর্যন্ত পড়ুয়া সংখ্যা ব্যাপক হারে কমে গেছে। শিক্ষার সার্বিক উন্নতি ও পড়ুয়াদের পড়াশোনার মান নিয়ে কোনও আপোষ নয় বলে আগেই জানিয়েছিল সিবিএসই বোর্ড।
এমনকি স্কুলগুলিকে সাবধানও করেছিল সিবিএসই। তারপরেও স্কুলগুলির গা ছাড়া মনোভাবের ছবিটা না বদলানোর কারণে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল সিবিএসই। তবে শুধু দিল্লি বা রাজস্থান নয় ভবিষ্যতে ওই ধরনের পরিদর্শন অন্যান্য রাজ্যেও চালানো হবে বলে সিবিএসই বোর্ড সূত্রে খবর।
দেখুন আরও খবর: