কলকাতা: আরজি কর-কাণ্ডের (R G Kar Incident) প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ, আন্দোলন, প্রতিবাদ। দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন আমজনতা থেকে তারকারাও। এমন পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকার। তাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট তলব করল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি দু’ঘণ্টা অন্তর দেশের সমস্ত রাজ্যকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। রাজ্য প্রশাসনকে এই দায়িত্ব পালনের নোটিস দিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Central Ministry of Home Affairs) পক্ষ থেকে জানানো হয়েছে, ইমেল, ফ্যাক্স বা হোয়াট্সঅ্যাপের মাধ্যমে রিপোর্ট দিতে পারবে রাজ্য। রিপোর্ট যাবে স্বরাষ্ট্র মন্ত্রকের কন্ট্রোল রুমে। শুধু তা-ই নয়, যদি কোনও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তবে তৎক্ষণাৎ তা কেন্দ্রকে জানাতে হবে। কেন্দ্রের কাছে রাজ্যগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যাতে সব রকম তথ্য থাকে, সেই কারণেই এই নির্দেশ বলেই নোটিসে জানানো হয়েছে। জানা যাচ্ছে, গত ১৬ অগাস্টই রাজ্যগুলির কাছে এই সংক্রান্ত নোটিস এসে পৌঁছেছে।
আরও পড়ুন: জমি দুর্নীতির তদন্তে রাজ্যপালের ছাড়পত্র, বিপাকে সিদ্দারামাইয়া
উল্লেখ্য, আরজি করের ঘটনার প্রতিবাদে রোজই কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি চলছে। রাজনৈতিক দলগুলোও বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ, ধর্না, প্রতিবাদ মিছিলে পথে নেমেছে অগণিত মানুষজন, তারকারাও। প্রতিদিনই কোনও না কোনও সংগঠন আরজি কর চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে। মঞ্চ বেঁধে ধরনা চলছে বিজেপির। এমন পরিস্থিতিতে হাসপাতাল চত্বরে ১৪৪ ধারা (ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ১৬৩ ধারা) জারি করেছে কলকাতা পুলিশ।
শনিবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, উল্টোডাঙা ও টালা পুলিশ স্টেশনের অধীনে বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে জারি থাকবে ১৪৪ ধারা। বেলগাছিয়া রোডের উত্তর ও দক্ষিণ অংশেও পাঁচজনের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না।
দেখুন বিস্তারিত খবর