নয়াদিল্লি: সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে রণক্ষেত্র বাংলাদেশ। এই আবহে বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের উদ্দেশে বাইরে না বেরনোর বার্তা পাঠাল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে এই অ্য়াডভাইসারি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশে যে ভারতীয় নাগরিক এবং পড়ুয়ারা রয়েছেন, তাঁদের ভ্রমণ বন্ধ এবং বাড়ির বাইরে বেরোনোতে নিয়ন্ত্রণ করার বার্তা দেওয়া হয়েছে ওই সরকারি নির্দেশিকায়। পাশাপাশি, প্রয়োজনে ঢাকার ভারতীয় হাই কমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার উপ-হাই কমিশনের ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের।
আরও পড়ুন: রণক্ষেত্র বাংলাদেশ, ‘শাটডাউন’-এর ডাক দিল আন্দোলনকারীরা
বৃহস্পতিবার বাংলাদেশজুড়ে সম্পূর্ণ বন্ধের ডাক দিল আন্দোলনকারীরা (Protestors Announce Complete ShutDown Bangladesh )। যার নির্যাস, দেশজুড়ে সর্বাত্মক অবরোধ চলবে। আন্দোলনকারীদের এই বন্ধকর্মসূচিকে ঘিরে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ ঢাকায় বন্ধ রাখা হচ্ছে মার্কিন দূতাবাস।
দেখুন আরও অন্য়ান্য খবর: