ওয়েব ডেস্ক: পকসো আইনের (POCSO Act) মামলায় কড়া মনোভাব দেখাল ছত্তিশগড় হাইকোর্ট (Chattisgarh High Court)। শিশুদের বিরুদ্ধে যৌন অভিযোগে কঠোর পদক্ষেপ বাধ্যতামূলক। পকসো অভিযুক্তকে নরম মনোভাব দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য ছত্তিশগড় হাইকোর্টের।
এক মামলায় একাধিক অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন অতিরিক্ত দায়রা আদালতের (District Court) বিচারক। সেই রায়কে চ্যালেঞ্জ করে হওয়া মামলায় এই অভিমত প্রধান বিচারপতি রমেশ সিনহা ও বিচারপতি বিভু দত্ত গুরুর।
আরও পড়ুন: তিন চিকিৎসকের বদলি মামলায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট
সর্বক্ষেত্রে মহিলাদের অধিকার সুরক্ষিত রাখার জন্য জোরদার সওয়াল চলাকালীন তাঁদের সম্মান রক্ষার তাগিদ অতি সামান্য, অথবা নেই, এটাই সবচেয়ে দুঃখজনক, মন্তব্য আদালতের।
ঘটনা ২০১৯ সালের। গ্রামীণ এলাকায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে রাতে চার যুবক দ্বারা ১৩ বছরের নাবালিকা ধর্ষিত হয়। পরের দিন থানায় অভিযোগ। ২৪ ঘণ্টার মধ্যে হওয়া মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত। ক্ষতিগ্রস্তের নথিভুক্ত বয়ান অবিশ্বাস করার কোনও কারণ নেই। তাই অভিযুক্তদের সাজা বহাল বলে নির্দেশ হাইকোর্টের।
দেখুন অন্য খবর: