নয়াদিল্লি: সেবি (SEBI) প্রধান মাধবী পুরী বুচের (Madhabi Puri Buch) বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলল কংগ্রেস (Congress)। তাদের দাবি, সেবির পূর্ণসময়ের কর্মী হওয়া সত্ত্বেও এক বেসরকারি ব্যাঙ্ক থেকে নিয়মিত বেতন পেয়ে যাচ্ছেন মাধবী। সেবির প্রধান হিসেবে তাঁর নিয়োগ নিয়ে একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (PM Narendra Modi) বিঁধল কংগ্রেস।
দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেসের অভিযোগ, ২০১৭ সালে সেবি-তে যোগদান করেছিলেন মাধবী। সেই থেকে তিনি শুধু সেবি-র থেকেই বেতন পাচ্ছেন না, একই সঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে অর্থ পাচ্ছেন।
আরও পড়ুন: আবগারি দুর্নীতিতে জামিন আরও এক আপ নেতার
সাংবাদিক সম্মেলনে পবন খেরা (Pawan Khera) বলেন, “কোনও এক সংস্থায় কাজ করলে আপনি সেই সংস্থা থেকেই বেতন পাবেন। কিন্তু সেবি চেয়ারম্যান যখন সেবির পূর্ণসময়ের সদস্য হওয়া সত্ত্বেও আইসিআইসিআই ব্যাঙ্ক, প্রুডেনশিয়াল এবং ইএসওপি থেকে ২০১৭-২৪ পর্যন্ত নিয়মিত আয় করছেন। নিয়ামক সংস্থার এতবড় পদে বসেও অন্য জায়গা থেকে অর্থ উপার্জন করছেন তিনি। এটা সেবি-র ৫৪ ধারার সম্পূর্ণ লঙ্ঘন।”
মোদিকে বিঁধে কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেন, সেবি চেয়ারপার্সনকে আড়াল করা নন-বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীকে এবার সাফসুতরো হতে হবে এবং নিয়ামক সংস্থাগুলির প্রধান পদে বসার সঠিক যোগ্যতা কী সেই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রসঙ্গত, আমেরিকান সংস্থা হিন্ডেনবার্গ সম্প্রতি মাধবী এবং তাঁর স্বামী ধবল বুচের বিরুদ্ধে অভিযোগ করেছিল, আদানি গ্রুপের ভুয়ো সংস্থার সঙ্গে জড়িত ছিলেন তাঁরা।
দেখুন অন্য খবর: