নয়াদিল্লি: বকেয়া কর আদায় প্রক্রিয়ায় স্থগিতাদেশের জন্য কংগ্রেসকে ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনালে যেতে দিল্লি হাইকোর্টের নির্দেশ সঠিক নয়। অভিমত সুপ্রিম কোর্টের।
২০১৮ থেকে ২০১৯ সালের বকেয়া আয়কর আদায়ে আয়কর দপ্তরের প্রয়াস আটকাতে কংগ্রেস গিয়েছিল দিল্লি হাইকোর্টে। ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইবুনালের সম্পর্কিত সিদ্ধান্তে হাইকোর্ট হস্তক্ষেপ করেনি। হাইকোর্ট জানায়, ইতিমধ্যেই ৬৫.৯৪ কোটি টাকা আদায় করা হয়েছে। তাই বাকি কর প্রসঙ্গে কংগ্রেসের ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনালে স্থগিতাদেশের জন্য আবেদন করা দরকার। সেই অভিমত সূত্রে কংগ্রেস সুপ্রিম কোর্টে।
ট্রাইব্যুনালে বিষয়টি এখনো বিচারাধীন। কিন্তু আবেদনকারী সেই শুনানিতে অংশ নিতে অস্বীকার করেছে। কংগ্রেসের তরফে জানানো হয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি এমকেএস সিং-এর ডিভিশন বেঞ্চে।
সুপ্রিম কোর্টে আবেদনটি বিচারাধীন থাকলেও ট্রাইবুনাল কংগ্রেসের আবেদন বিচার ও নিষ্পত্তি করতে পারবে। জানিয়েছে ডিভিশন বেঞ্চ।