কলকাতা টিভি ওয়েব ডেস্ক : প্রায় দু বছর পর বন্ধ হতে চলেছে করোনাবিধি সতর্কীকরণের কলার টিউন (caller tune on covid19) । করোনা পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। আর সেই কারণেই এবার থেকে ফোন করলে আর শোনা যাবে না এই সতর্কতামূলক কলার টিউন।
২০২০ । করোনা পরিস্থিতি শুরুতে এই ঘোষণাটির কণ্ঠ দিয়েছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan’s voice)। এই কলার টিউনের মাধ্যমে করোনা প্রতিরোধ ও সতর্ক করেছিলেন বিগ বি। এরপর কলার টিউনে কণ্ঠ দেন জসলিন ভাল্লা। যেখানে জনগণকে বারবার হাত ধুতে, নিরাপদ দুরত্ব বজায় রাখতে বলা হত।
করোনা অতিমারিতে সাধারণ মানুষকে সচেতন করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল এই কলার টিউন। ফোন করলে প্রায় দু’বছর ধরে কখনও শোনানো হত করোনা বিধিসম্মত সতর্কীকরণ। আবার কখনও কতজন মানুষ ভ্যাকসিন পেয়েছেন তার পরিসংখ্যান।
আরও পড়ুন- Kerala Floating Bridge: সমুদ্রে দুলছে সেতু, ঢেউয়ের ব্রিজে পর্যটকদের ভিড়
No more caller tune on #COVID19. It is going to stop soon: Official Sources
— ANI (@ANI) March 28, 2022
ঠিক কবে থেকে ফোন করার সময় করোনা সংক্রান্ত এই সচেতনতমূলক কলার টিউন শোনা যাবে না তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। যদিও এই সচেতনতমূলক কলার টিউন নিয়ে বিরূপ প্রতিক্রিয়াও শোনা গিয়েছে । সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে করোনা অতিমারি অনেকটাই স্বাভাবিক হয়েছে। দেশের বেশি সংখ্যক মানুষ কমপক্ষে টিকার একটি ডোজ পেয়ে গিয়েছেন।