কলকাতা: হাইকোর্টে ধাক্কা খেলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (CM Siddaramaiah)। মাইশূরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি সংক্ষেপে মুদা জমি দুর্নীতিতে (MUDA Land Scam) তাঁর বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছিলেন কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চন্দ গেহলত (Thawar Chand Gehlot)। রাজ্যপালের অনুমতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কিন্তু মঙ্গলবার কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court) জানিয়ে দেয়, মুদা মামলায় রাজ্যপালের অনুমতি বৈধ, বিষয়টির তদন্তের দরকার।
এদিন বিচারপতি এম নাগাপ্রসন্ন (Justice M Nagaprasanna) জানান, তদন্ত চাওয়ার আগে এমন ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি পাওয়াটা বাধ্যতামূলক। সেই আবেদন পেলে রাজ্যপাল স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। এক্ষেত্রে অভিযোগের সারবত্তা অবশ্যই তদন্ত করে দেখার উপযোগী।
আরও পড়ুন: বদলাপুর ধর্ষণে অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যু, বিতর্ক
উল্লেখ্য, সিদ্দারামাইয়ার বিরুদ্ধে ইতিমধ্যে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল, তা রায় দেওয়ার আগে মুলতুবি রাখার জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু এদিনের রায়ে সেই আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পথ খুলে গেল। প্রসঙ্গত, সিদ্দারামাইয়ার বিরুদ্ধে অভিযোগ, তাঁর স্ত্রী বি এম পার্বতীর (BM Parvathi) যে জমি মুদা অধিগ্রহণ করেছিল তার থেকে অনেক বেশি মূল্যের জমি মাইশূরুর এক জায়গায় তাঁকে দেওয়া হয়েছে।
দেখুন অন্য খবর: