Tuesday, July 8, 2025
HomeদেশJoshimath Land Sinking: প্রতি মুহূর্তে চওড়া হচ্ছে ফাটল, আতঙ্কে প্রহর কাটাচ্ছে জোশীমঠ

Joshimath Land Sinking: প্রতি মুহূর্তে চওড়া হচ্ছে ফাটল, আতঙ্কে প্রহর কাটাচ্ছে জোশীমঠ

Follow Us :

জোশীমঠ: একের পর এক বাড়িতে ফাটল। প্রতি ঘণ্টায় চওড়া হচ্ছে ফাটল। যেকোনও মুহূর্তে বড় বিপর্যয় ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরাখণ্ডের (Uttarakhand) জোশীমঠে (Joshimath) ৫৬১টি বাড়িতে ফাটল ধরা পড়েছে। জেলা বিপর্যয় মোকাবিলা দফতর (District Disaster Management Department) সূত্রে জানানো হয়েছে, ক্রমাগত মাটি (Land Sinking) বসে যাওয়ার কারণেই শতাধিক বাড়িতে ফাটল ধরেছে। ৬৬টি পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে অন্যত্র। পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি (CM Pushkar Singh Dhami) শীঘ্রই জোশীমঠ পরিদর্শনে যাবেন। এই পরিস্থিতি নিয়ে শুক্রবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সরকারের তরফে পরিস্থিতি মোকাবিলায় বড় পদক্ষেপ নওয়া হতে পারে।

জোশীমঠ পুরপ্রধান শৈলেন্দ্র পাওয়ার (Joshimath Municipal Chairman Shailendra Pawar) জানান, সিংধর ও মারওয়াড়িতে ফাটল চওড়া বাড়তে শুরু করেছে।বদ্রীনাথ জাতীয় সড়কের কাছে সিংধর জৈন এলাকা ও বনবিভাগের চেকপোস্টের কাছে জেপি কোম্পানি গেট এলাকায় ক্রমাগত বাড়ছে ফাটল। প্রত্যেক ঘণ্টায় যত ফাটল বাড়ছে, ততই আতঙ্ক বাড়ছে। যা যতেষ্ট উদ্বেগজনক বলে জানিয়েছেন শৈলন্দ্র।

আরও পড়ুন:Dilip Ghosh on Awas Yojana: আবাস যোজনা দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে প্রচারে নামছে বিজেপি

বিগত কয়েক বছর ধরেই ভূমিধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড। পাহাড় কেটে উন্নয়নমূলক কাজের কারণেই মাটি আলগা হয়ে গিয়েছে এবং বারবার ধস, হড়পা বান নামছে বলে অভিযোগ স্থানীয়দের।  পরিবেশবিদদের তরফে অনেকবার সতর্ক করাও হয়েছে। কিন্তু তারপরেও থেমে থাকেনি কাজ। যার জেরে আজকের এই ঘটনা। 

জোশীমঠ সিটি বোর্ডের চেয়ারম্যান জানান, মারওয়াড়ির নটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে এবং ঠিক একই সময়ে ওয়ার্ডের বেশিরভাগ রাস্তায়ও ফাটল দেখা দিতে শুরু করেছে। জেলা বিপর্যয় মোকাবিলা জোশীমঠের জেপি কলোনি ও মারওয়াড়ি অঞ্চলে ভূগর্ভস্থ জল সরবরাহও বন্ধ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39