কলকাতা: বঙ্গোপসাগরে (Bay of Bengal) সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘ফেনজল’ (Cyclone Fengal) আজ শনিবার বিকেলে পুদুচেরির কাছে তামিলনাড়ু উপকূলে ল্যান্ডফল করতে পারে। তামিলনাড়ু সরকার উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করেছে। স্কুল, কলেজ এবং অফিস বন্ধ রাখা হয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, ফেনজল ল্যান্ডফল করার সময় হাওয়ার গতিবেগ হতে পারে ৯০ কিমি প্রতি ঘণ্টা।
শনিবার সকালে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং পুদুচেরী থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টায় তা আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। শনিবার বিকেলের মধ্যেই তার উপকূলে আছড়ে পড়ার কথা। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ শুক্রবারই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, ভাঙড়ে গৃহবধূর মৃত্যু
ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে তামিলনাড়ু সরকার। তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দু’ হাজারের বেশি ত্রাণশিবির খুলেছে তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা দফতর। উপকূল এলাকা থেকে সাড়ে ৪০০-র বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।
ফেনজলের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। শনিবার ভোররাত থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা। দু’ এক পশলা বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়ে গিয়েছে, বেড়েছে আপেক্ষিক আর্দ্রতাও।
দেখুন খবর: