skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollবিজ্ঞাপনে ভুয়ো দাবি, নিষিদ্ধ হল এই চোখের ওষুধ
PresVu Eye Drop

বিজ্ঞাপনে ভুয়ো দাবি, নিষিদ্ধ হল এই চোখের ওষুধ

প্রস্তুতকারী সংস্থার জবাব চাওয়া হলেও তারা সদুত্তর দিয়ে পারেনি

Follow Us :

নয়াদিল্লি: প্রেসভু চোখের ড্রপ (PresVu Eye Drop) তৈরি এবং বিক্রির লাইসেন্স বন্ধ করে দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। দেশের ওষুধপত্রের গুণমান যাচাই এবং বিক্রির বৈধতা নির্ধারণকারী সংস্থা প্রথমে এই ওষুধকে ছাড়পত্র দিয়েছিল। কিন্তু এবার প্রস্তুতকারক সংস্থা এনটড ফার্মাসিউটিক্যালসের (Entod Pharmaceuticals) বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগ করে চোখের ড্রপটির উপর নিষেধাজ্ঞা জারি করল।

এনটড সংস্থা তাদের বিজ্ঞাপনে দাবি করেছিল, এই চোখের ওষুধ রিডিং গ্লাসের প্রয়োজনীয়তা দূর করবে। কোনও চশমা ছাড়াই কাছের দৃষ্টি পরিষ্কার করবে ড্রপ দেওয়ার ১৫ মিনিটের মধ্যে। ডিসিজিআই জানিয়েছে, প্রস্তুতকারীর সংস্থার এই দাবি একেবারেই ভুয়ো।

আরও পড়ুন: উপযুক্ত শিক্ষার অনুপযোগী মাদ্রাসা, সুপ্রিম কোর্টকে জানাল এনসিপিসিআর

প্রেসভু আই ড্রপের প্রধান উপাদান পাইলোকারপিন হাইড্রোক্লোরাউইড কোনও নতুন ড্রাগ নয়। বরং খুবই পরিচিত একটি রাসায়নিক উপাদান যার মূল্য নিয়ন্ত্রণ করে সরকার। ছানি রোগের প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত হয় এটি। প্রেসবায়োপিয়া অর্থাৎ বৃদ্ধ হলে মানুষের চোখের মণি অনমনীয় হওয়ার ফলে কাছের জিনিস দেখতে অসুবিধার ক্ষেত্রেও ব্যবিহৃত হয় পাইলোকারপিন হাইড্রোক্লোরাউইড।

ডিসিজিআই তাদের নির্দেশনামায় জানিয়েছে, ভুয়ো ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে প্রস্তুতকারী সংস্থার জবাব চাওয়া হলেও তারা সদুত্তর দিয়ে পারেনি। তাই তাদের এই প্রোডাক্ট নিষিদ্ধ করা হল।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular