নয়াদিল্লি: আজ শুক্রবার থেকে লোকসভায় (Loksabha) শুরু সংবিধান (Constitution) বিষয়ে আলোচনা। সংবিধানের ৭৫ বছর উপলক্ষে দু’দিনের আলোচনা হবে লোকসভায়। কংগ্রেস (Congress) তিন লাইনের হুইপ জারি করে সব সদস্যদের লোকসভায় হাজির থাকার নির্দেশ দিয়েছে। আলোচনায় অংশ নিতে পারেন রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ কংগ্রেস হেভিওয়েট নেতারা। তৃণমূল সাংসদরাও আলোচনায় অংশ নেবেন।
বিরোধীরা সরকারকে আক্রমণ করতে পারে, এমনটা আঁচ করে প্রস্তুত বিজেপিও। আলোচনার শেষে শনিবার লোকসভায় জবাবি ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। রাজ্যসভায় সংবিধান বিষয়ে আলোচনা শুরু ১৬ ডিসেম্বর সোমবার। রাজ্যসভায় আলোচনা শুরু করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
আরও পড়ুন: তামিলনাড়ুর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু এক শিশু সহ ৬ জনের
আদানি ইস্যু নিয়ে সম্প্রতি সংসদ উত্তাল করেছে কংগ্রেস। আবার আবার জর্জ সোরসের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর ‘যোগাযোগ’ নিয়ে সোচ্চার হয়েছে ভারতীয় জনতা পার্টি। দুই দলের মৌখিক যুদ্ধে অচল হয়েছে সংসদ। এ নিয়ে আবার অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল, সমাজবাদী পার্টির মতো দল।
শুক্রবারের বিতর্ক সভা শুরু করবেন বিজেপি সাংসদ তথা দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিতর্কে অংশ নেবেন বিজেপির ১২-১৫ জন সাংসদ। এছাড়াও বক্তব্য রাখবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, শিবসেনার শ্রীকান্ত শিন্ডে, জিতন রাম মাঞ্ঝি।
দেখুন অন্য খবর: