নয়াদিল্লি: আবগারি মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেও খারিজ হয়ে গিয়েছে। এবার সেই মামলায় দিল্লি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল। সোমবারই সেই মামলার শুনানি হওয়ার কথা।
সিবিআই গ্রেফতারির বৈধতা চ্যালেঞ্জ করে হওয়া মামলা দিল্লি হাইকোর্টে খারিজ ৫ অগাস্ট। নিম্ন আদালতে জামিনের আবেদন করার জন্য কেজরিওয়ালকে নির্দেশ ওই আদালতের।
দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি সূত্রে আর্থিক দুর্নীতির অভিযোগে জেল হেফাজতে থাকাকালীন ২৬ জুন কেজরিওয়ালকে গ্রেফতার সিবিআইয়ের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে ২৬ মার্চ।
ইডি মামলায় ১২ জুলাই সুপ্রিম কোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন দিলেও সিবিআই গ্রেফতারির কারণে কেজরিওয়াল এখনও জেল হেফাজতে। ইডি গ্রেফতারির বৈধতা চ্যালেঞ্জ করে কেজরিওয়ালের আবেদন সুপ্রিম কোর্ট ইতিমধ্যে বৃহত্তর বেঞ্চের বিবেচনার জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন: চাপের কাছে নতি স্বীকার, পদত্যাগ আরজি করের অধ্যক্ষ সন্দীপের
দেখুন আরও অন্যান্য খবর: