skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeBig newsআবগারি দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টে জামিন কেজরিওয়ালের
Arvind Kejriwal

আবগারি দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টে জামিন কেজরিওয়ালের

সূত্রের খবর, আজই তিহার জেল থেকে ছাড়া পেতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী

Follow Us :

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি কাণ্ডে জামিন অরবিন্দ কেজরিওয়ালের। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। এর আগে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন তিনি। সূত্রের খবর, আজই তিহার জেল থেকে ছাড়া পেতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন কেজরি। গত ৫ সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় শীর্ষ আদালতে। তারপর রায় স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার রায়ে তাঁকে জামিন দিল শীর্ষ আদালত। বেশ কয়েকটি শর্তে কেজরিকে জামিন দেওয়া হয়েছে। জেল থেকে বেরোনোর পর তিনি কোনও ফাইলে সই করতে পারবেন না। নিজের দফতরেও যেতে পারবেন না কেজরি। এমনকী প্রকাশ্যে এই সংক্রান্ত কোনও মন্তব্য করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁর মন্তব্য, ইডির মামলায় কেজরিওয়াল যাতে জামিনে মুক্তি না পান, তাই তাঁকে সিবিআইও গ্রেফতার করেছিল।

RELATED ARTICLES

Most Popular