নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের প্রাপ্ত জামিনে দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশ। ইডি জানিয়েছিল, নথি যথাযথভাবে পর্যালোচনা করেনি রাউস এভিনিউ আদালত। একই অভিমত দিল্লি হাইকোর্টেরও। উচ্চ আদালত জানায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিপুল নথি নিম্ন আদালত পর্যালোচনা না করার সিদ্ধান্ত অযৌক্তিক। ফলে ওই সিদ্ধান্ত নেওয়ার সময় নিম্ন আদালত উপযুক্ত বিচার করতে পারেনি বলেও অভিমত হাইকোর্টের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নিজের বক্তব্য পেশ করার উপযুক্ত সুযোগ না দেওয়ার অভিযোগেও মান্যতা দিল হাইকোর্ট।
আরও পড়ুন: জরুরি অবস্থার বর্ষপূর্তিতে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর
২০ জুন কেজরিওয়ালকে জামিন দেয় নিম্ন আদালত। ২১ জুন সেই রায় দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করে ইডি। একইসঙ্গে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রায়ে স্থগিতাদেশের আবেদন করে। আবেদন শুনে শুক্রবার রায়দান মুলতুবি রাখে উচ্চ আদালত। রায় মুলতবির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কেজরিওয়াল সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, হাইকোর্টের সিদ্ধান্ত জেনে বুধবার আবেদনে শুনানির হবে। তা আগে হাইকোর্টের কাজে হস্তক্ষেপ করবে না।
বুধবার হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে শুনানি। সেখানেই নির্ধারিত হবে দিল্লির মুখ্যমন্ত্রী ভাগ্য। ফলে এখন তিহাড়েই থাকছেন কেজরিওয়াল।
দেখুন অন্য খবর: