নয়াদিল্লি: উন্নাও ধর্ষণকাণ্ডে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দিল্লি হাইকোর্ট। চিকিৎসার জন্য তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। বিচারপতি প্রতিভা সিংয়ের বেঞ্চ কুলদীপ সেঙ্গারকে ৬ ডিসেম্বর এইএমস-এ ভর্তি করানোরও নির্দেশ দিয়েছে ৷
সেখানেই তার চিকিৎসার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত জানিয়ে দিয়েছে, কুলদীপ সেঙ্গারকে হাসপাতাল থেকে ছাড়ার পর একটি পরিচিত জায়গায় থাকতে হবে। এই সময় অভিযোগকারীর সঙ্গে কোনরূপ যোগাযোগ করতে পারবে না। সেঙ্গারের কার্যকলাপ সম্পর্কে সিবিআইকে সবর্দা নজরে রাখার নির্দেশ দিয়েছে আদালত। প্রতিদিন তদন্তকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে সেঙ্গারকে।
আরও পড়ুন: দিল্লিতে কমছে দূষণ, GRAP-4 শিথিলের অনুমতি দিল সুপ্রিম কোর্ট
কুলদীপ সিং সেঙ্গার তার অন্তর্বর্তী জামিনের আবেদনে অসুস্থতার কথা উল্লেখ করে আদালতে আবেদন জানান। সেঙ্গারের আইনজীবী এন হরিহরণ আদালতে জানান, সেঙ্গার অসুস্থ। এই কারণে চিকিৎসার জন্য এই জামিন চাওয়া হয়েছে। অপরদিকে নির্যাতিতার আইনজীবী মহমুদ প্রাচা আপত্তি জানিয়ে জানান, জেলের ভিতরেও সেঙ্গারকে যথাযথ চিকিৎসা সুবিধা দেওয়া হয় ৷ এমনকী তিনি সেঙ্গারের মেডিক্য়াল রিপোর্টের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৪ জুন উন্নাওয়ে ধর্ষণের অভিযোগ ওঠে কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ৷ এই ঘটনায় নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করা হয় ৷ পরে তাকে হেফাজতে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, যার জেরে তার মৃত্যু হয়। এই ঘটনায় সেঙ্গারকে কড়া শাস্তি দেয় আদালত। তিস হাজারি আদালত ধর্ষণের মামলায় কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড সেই সঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করে। এর মধ্যে ১০ লক্ষ টাকা নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দেয় আদালত।
দেখুন অন্য খবর: