Placeholder canvas
Homeদেশফের ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে সুপারফাস্ট এক্সপ্রেস

ফের ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে সুপারফাস্ট এক্সপ্রেস

অনেক যাত্রীরই শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে

উত্তর প্রদেশ: ফের ট্রেনে (Train) বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। দাউ দাউ করে জ্বলছে ট্রেনের কামরা। বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লি-সহরসা বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন লাগে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৯ জন। অনেক যাত্রীরই শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে। তাঁদের সকলকেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর প্রদেশের এটাওয়ার ঘটনা।

জানা গিয়েছে, এদিন রাত ২টো নাগাদ ১২৫৫৪ নম্বর দিল্লি-সহরসা বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি বিহারের সহরসা যাচ্ছিল। নিউ দিল্লি থেকে রওনা হয়ে সেটি উত্তর প্রদেশের এটাওয়া পৌঁছয় রাত ২ টো বেজে ১২ মিনিট নাগাদ। সে সময় আচমকাই ট্রেনটির S-6 কোচে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে কামরায় থাকা ১৯ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। জানা গিয়েছে, ট্রেনটির ওই সংশ্লিষ্ট কামরার কিছু যাত্রী দরজার সামনে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেখান থেকেই আগুন লেগেছে।

আরও পড়ুন: হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনে আগুন, ছড়াল আতঙ্ক

এদিকে বুধবার সন্ধ্যায় দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিল্লি থেকে মেরঠ যাওয়ার পথে এই অঘটন ঘটে। ০২৫৭০ নম্বর দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসের যাত্রীরা সুরক্ষিত বলে জানায় রেল। তবে অনেকেই আহত হন এই অগ্নিকাণ্ডের ঘটনায়। তাঁদের নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেনে আগুন লাগার সঙ্গে সঙ্গে, বেশ কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ার চেষ্টা করেন। এতে আরও বেশি জখম হন তাঁরা।

দেখুন আরও অন্য খবর:

জেলা Bulletin | ফের নাটকে রোষ, দেখুন জেলা বুলেটিন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments