অবশেষে জমা পড়ল কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়ালের নথিপত্র। ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই’ র কাছে এই তথ্য জমা দিয়েছে ভারত বায়োটেক। এই নথির ওপর ভিত্তি করে এবার আলোচনায় বসবেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, হায়দরাবাদের এই টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন ভারতে মান্যতা পেলেও বিদেশের বাজারে এই ভ্যাকসিনের কোনো গ্রহণযোগ্যতা ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে জানিয়ে যে, ভারত বায়োটেকের তরফে এই ভ্যাকসিনের ৩টি ট্রায়ালের সম্পূর্ণ নথি জমা পড়েনি। যে কারণে বিমানবন্দর কিংবা বিদেশে যাত্রার সময় যারা কোভ্যাকসিন নিয়ে বিদেশ সফর করেছেন, তাঁদের এই টিকাকরণ গণ্য করা হবে না। তবে এখন তৃতীয় ট্রায়ালের নথি জমা পড়ায় বুধবার হু’র সঙ্গে আলোচনায় বসার কথা ভারত বায়োটেকের। এই বৈঠকের পর কোভ্যাকসিন বিদেশে পাড়ি দিতে পারবে বলে মত ভারত বায়োটেকের। এর আগে সেরামের তৈরি কোভিশিল্ড বিদেশের বহু জায়গায় মান্যতা পেয়েছে।
Html code here! Replace this with any non empty text and that's it.