Tuesday, July 8, 2025
HomeদেশRakesh Tikait: প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে চাইনি: টিকায়েত

Rakesh Tikait: প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে চাইনি: টিকায়েত

Follow Us :

নয়াদিল্লি: কৃষকদের কাছে ক্ষমা চেয়ে বির্তকিত তিন কৃষি আইন (Three Farm Laws) প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণায় কৃষকরা খুশি হলেও প্রধানমন্ত্রীর এভাবে ক্ষমা চাওয়া অপ্রত্যাশিত ছিল ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েতের (Rakesh Tikait) কাছে৷ তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে কৃষকরা কখনই ক্ষমা চাওয়ার দাবি করেননি৷ তাঁর ভাবমূর্তি নষ্টের কোনও অভিপ্রায় কৃষকদের ছিল না৷

গত নভেম্বরে কৃষি আইন প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার৷ এই আইন প্রত্যাহারের দাবিতে এক বছরের বেশি সময় ধরে রাকেশ টিকায়েতের নেতৃত্বে সিঙ্ঘু-গাজিপুর সীমান্তে অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কৃষকরা৷ সেই রাকেশ টিকায়েত রবিবার টুইটে লেখেন, ‘আমরা কখনওই প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইনি৷ কখনওই চাইনি বাইরের দেশগুলিতে তাঁর ভাবমূর্তি খারাপ হোক৷ কৃষকদের সঙ্গে আলোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আমরা নিষ্ঠার সঙ্গে মাঠে কাজ করি৷ কিন্তু দিল্লি কৃষকদের কোনও কথাই শুনতে চাইছিল না৷’

কেন্দ্র কৃষি আইন প্রত্যাাহার করে নিলেও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের একটি মন্তব্য নিয়ে আবার জলঘোলা শুরু হয়ে যায়৷ গত শুক্রবার নাগপুরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বাতিল হওয়া কৃষি আইন নিয়ে বক্তব্য রেখেছিলেন৷ তাঁর সেই বক্তব্যের পর পুনরায় কৃষি আইন ফিরতে পারে বলে গুঞ্জন শোনা যায়৷ তিনি বলেছিলেন, ‘কৃষি আইন প্রত্যাহার করা হলেও সরকার কোনও ভাবেই আশাহত হয়নি৷ আমরা একধাপ পিছলেও আমরা নতুন করে করে কারণ, কৃষকরা দেশের মেরুদণ্ড৷ দেশও অনেক শক্তিশালী৷’ যদিও শনিবার কেন্দ্রীয়মন্ত্রী জানান, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ বাতিল হওয়া কৃষি আইন ফেরানোর কথা তিনি বলেননি৷ আইন বাতিল করে সরকার একধাপ পিছিয়ে গিয়েছে৷ আবারও এগিয়ে যাওয়া হবে জানিয়েছিলাম৷

আরও পড়ুন: Farm Laws: পাল্টি খেলেন কেন্দ্রীয়মন্ত্রী, ফিরছে না বাতিল তিন কৃষি আইন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39