নয়াদিল্লি: কংগ্রেসের থেকে বকেয়া আদায়ে উত্তর প্রদেশের পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত উত্তর প্রদেশ কংগ্রেস কমিটি রাজ্যের পরিবহন কর্পোরেশনের বাস, ট্যাক্সি ইত্যাদি ব্যবহার করে। সেই বাবদ ২.৬৬ কোটি টাকা পাওনা আদায়ে উত্তর প্রদেশ সরকারের পদক্ষেপে স্থগিতাদেশ দিয়ে অভিমত সুপ্রিম কোর্টের। তুমি নিজেই দাবিদার, পাওনা আদায়ে সওয়ালকারী এবং তুমিই বিচারক। সরকারি আইনজীবীর প্রতি মন্তব্য বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কেভি বিশ্বনাথনের।
প্রসঙ্গত উত্তর প্রদেশ কংগ্রেস কমিটিকে ৪ সপ্তাহের মধ্যে এক কোটি টাকা জমা রাখার পরিবর্তে সরকারি দাবির ওপর আদালত স্থগিতাদেশ দেয়।
সঠিক পাওনার পরিমাণ ঠিক করতে কোনো সালিশিকারীকে নিয়োগ করা প্রয়োজন কিনা, তা আদালত বিচার করবে। জানিয়েছে ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত গত বছরের অক্টোবরে এলাহাবাদ হাইকোর্ট বকেয়ার দিন থেকে পাওনার উপর পাঁচ শতাংশ সুদ সহ বকেয়া অর্থ তিন মাসের মধ্যে মেটাতে কংগ্রেসকে নির্দেশ দেয়।