Placeholder canvas
Homeদেশফের ভূমিকম্পে কাঁপল ভারত

ফের ভূমিকম্পে কাঁপল ভারত

Follow Us :

মহারাষ্ট্র: ফের ভূমিকম্পে (Earthquake) কাঁপল ভারত। সোমবার ভোররাতে কেঁপে উঠল মহারাষ্ট্রের (Maharashtra) হিঙ্গোলি (Hingoli) এলাকা। এদিন সাত সকালে কেঁপে ওঠে হিঙ্গোলি। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৩.৫। মৃদু এই ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎসস্থল হিঙ্গোলি এলাকা। গত ১৯ নভেম্বর আন্দামানেও ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় তার রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৫। সেই ভূমিকম্পেও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

গত ৬ নভেম্বর দিল্লি সহ নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও সংলগ্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। ওইদিনও রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পেরও উৎসস্থল ছিল নেপাল। লখনউ থেকে ২৬৬ কিলোমিটার দূরে।

আরও পড়ুন: এসএসসি মামলা থেকে সরলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নেপালের ওই ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যায়। আহতও হয়েছেন বহু। নেপালের ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে, দিল্লিতেও (Delhi) এর প্রভাব দেখা গিয়েছে। ভূমিকম্পের কারণে এনসিআর (NCR), অযোধ্যা-সহ উত্তর ভারতের বড় অংশে কম্পন অনুভূত হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments