নয়াদিল্লি: আজ, শুক্রবার হরিয়ানা (Haryana), মহারাষ্ট্র (Maharashtra) এবং ঝাড়খণ্ডের (Jharkhand) বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে ভারতের নির্বাচন কমিশন (ECI)। আশা করা হচ্ছে, জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) নির্বাচনের তারিখও ঘোষণা হতে পারে আজই। প্রসঙ্গত, পাঁচ বছর ধরে কোনও নির্বাচিত সরকার নেই জম্মু-কাশ্মীরে। নির্বাচনের দিনক্ষণের ঘোষণা হতে পারে দুপুর ৩টেয়। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা সাংবাদিক সম্মেলন ডেকে সূচি ঘোষণা করবে।
আগামী পাঁচ মাসের মধ্যে হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে নির্বাচন হওয়ার কথা। প্রথম দুই রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ৩ নভেম্বর এবং ২৬ নম্ভেম্বর। ঝাড়খণ্ডে শেষ হবে আগামী বছর জানুয়ারিতে, তবে নির্বাচন হয়ে যাওয়ার কথা তার আগেই। এদিকে পাঁচ বছর নির্বাচিত সরকারবিহীন জম্মু-কাশ্মীরে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভোট করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: বাংলাদেশে শান্তি দেখতে চান নরেন্দ্র মোদি
প্রসঙ্গত, কেন্দ্রীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফল। লোকসভা নির্বাচনের ফলাফলের কারণে প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র। হরিয়ানা এবং মহারাষ্ট্রে লোকসভায় দুর্দান্ত ফলাফল করেছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট। হরিয়ানায় ১০টার মধ্যে পাঁচটি আসন জিতে নিয়েছে কংগ্রেস। অন্যদিকে মহারাষ্ট্রে তো এনডিএ শিবিরে ভাঙন দেখা দিয়েছে।
এদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আর্থিক দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শেষ পর্যন্ত জামিনে মুক্ত হয়েছেন এবং ফের মুখ্যমন্ত্রিত্ব পেয়েছেন। বিজেপিকে রাজ্যছাড়া করা তাঁর এখন প্রধান লক্ষ্য।
দেখুন অন্য খবর: