নয়াদিল্লি: নির্বাচনী প্রচার চালানোর স্বার্থে অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া যায় না। সুপ্রিম কোর্টকে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার কেজরিওয়ালের মামলার শুনানি। তার আগেই ইডি নতুন হলফলামা দাখিল করে দিল্লির মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করল।
নির্বাচনী প্রচার করার অধিকার আদৌ মৌলিক বা সাংবিধানিক অধিকার নয়। এমনকী এটি আইনি অধিকারও নয়। কোনও রাজনীতিবিদ সাধারণ নাগরিকের তুলনায় উচ্চাসনে আসীন বলেও দাবি করতে পারেন না। এমন ব্যক্তির জন্য ভিন্ন আইনি অবস্থান নেওয়া যায় না। আগের শুনানিতে আদালতের অভিমতের পরিপ্রেক্ষিতে ইডির এই বক্তব্য।
এই নির্বাচনে কেজরিওয়াল প্রার্থী নন। কোনও রাজনৈতিক নেতাকে কখনও প্রচার চালানোর জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হয়নি। এমনকী কোনও প্রার্থীকে নিজের প্রচারের স্বার্থেও অন্তর্বর্তী জামিন দেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া হলে সেটি দৃষ্টান্ত হয়ে থেকে যাবে। আগামী দিনে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা অপরাধ করেও তদন্ত এড়ানোর জন্য নির্বাচনকে সামনে রেখে সেই দৃষ্টান্তকে কাজে লাগাবেন বলে অভিমত ইডির।
আরও পড়ুন: বিশেষভাবে সক্ষমদের ভোটগ্রহণের ব্যবস্থা কমিশনের
প্রসঙ্গত, বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ শুক্রবার কেজিওয়ালের মামলাটি শুনবে। ৭ মের শুনানিতে বেঞ্চ ইঙ্গিত দিয়েছিল যে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনও কাজ করতে পারবেন না, এই শর্তে তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া যেতে পারে। উল্লেখ্য ২১ মার্চ থেকে ধৃত কেজরিওয়াল জেল হেফাজতে রয়েছেন।
দেখুন আরও অন্যান্য খবর: