কলকাতা: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ব্যাগপত্র তল্লাশি করেছিলেন নির্বাচন কমিশনের (ECI) আধিকারিকরা। তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শিবসেনার উদ্ধব গোষ্ঠী। এবার বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) এবং এনসিপি নেতা অজিত পওয়ারের (Ajit Pawar) জিনিসপত্রেও তল্লাশি চালাল নির্বাচন কমিশন।
এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন অজিত। সঙ্গে লিখেছেন, “নির্বাচনী প্রচারে যাওয়ার সময় নির্বাচন কমিশন আমার ব্যাগপত্র এবং হেলিকপ্টারে নিয়মমাফিক তল্লাশি চালিয়েছে। আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং বিশ্বাস করি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করাতে এগুলো জরুরি। আমরা সবাই যেন আইন এবং গণতন্ত্রের বিশুদ্ধতা বজায় রাখার প্রচেষ্টাকে সম্মান করি।”
আরও পড়ুন: এসডিএমকে সপাটে চড় কষালেন নির্দল প্রার্থী!
Today, while on my way for election campaigning, the Election Commission conducted a routine check of my bags and helicopter. I fully cooperated and believe that such measures are essential to ensure free and fair elections. Let us all respect the law and support efforts to… pic.twitter.com/lVDUPh174u
— Ajit Pawar (@AjitPawarSpeaks) November 13, 2024
এদিকে পালঘর পুলিশ গ্রাউন্ড হেলিপ্যাডে শিন্ডের হেলিকপ্টার এবং জিনিসপত্রে রুটিন তল্লাশি চালিয়েছে কমিশন। শিন্ডেও রাজনৈতিক প্রচারের কাজে যাচ্ছিলেন। বুধবারে সকালে এক বিমানবন্দরে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ব্যাগপত্রে তল্লাশি চালানো হয়। বিজেপির তরফে সেই ঘটনার ভিডিও পোস্ট করে বলা হয়, এতে অসুবিধের কিছু নেই, নিয়মমাফিক কাজ চলছে। বলা বাহুল্য, উদ্ধব গোষ্ঠীর অসন্তোষের পাল্টা দিতেই এই ধরনের পোস্ট করেছে শিবসেনা, বিজেপি এবং এনসিপি।
#WATCH | Maharashtra: CM Eknath Shinde’s bags were checked at Palghar Police ground helipad where he reached for the election campaign.
(Source: Shiv Sena) pic.twitter.com/44CnWiTYzG
— ANI (@ANI) November 13, 2024
মঙ্গলবার প্রচারকাজে যাওয়ার পথে উদ্ধব ঠাকরের আইডি কার্ড চেক করা হয়, তল্লাশি চলে তাঁর হেলিকপ্টারেও। উদ্ধবের শিবসেনার তরফে সোশ্যাল মিডিয়ায় লেখে হয়, “নির্বাচন কমিশন আর কত নীচে নামবে?” উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরেও এই ঘটনার নিন্দা করে বলে, ইচ্ছে করে তাঁর দলের প্রচারকাজে দেরি করিয়ে দিয়েছে কমিশন।
দেখুন খবর: