কলকাতা: টায়ার প্রস্তুতকারক সংস্থা এমআরএফ-এর (MRF) স্টকের মূল্য ১.২ লক্ষ। ভারতের শেয়ার বাজারে (Share Market) এটাই ছিল সর্বোচ্চ মূল্যের স্টক। কিন্তু অভূতপূর্ব রেকর্ড করে তাকে একদিনে ছাড়িয়ে গেল এক ছোট্ট সংস্থা। সংস্থার নাম এলসিড ইনভেস্টমেন্টস (Elcid Investments)। মাত্র ৩.৫৩ টাকা থেকে একদিনে তার স্টকের দাম পৌঁছল ২,৩৬,৩৫০ টাকায়। অর্থাৎ একদিনে তার স্টকের মূল্য বেড়েছে ৬৬,৯২,৫৩৫ শতাংশ যা দালাল স্ট্রিটে (Dalal Street) ইতিহাস সৃষ্টি করেছে।
আরও পড়ুন: ইডি-র বিরুদ্ধে গ্রেফতারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলল বম্বে হাইকোর্ট
এ বছরের জুলাই মাসে এলসিড ইনভেস্টমেন্টস ছিল স্রেফ এক পেনি স্টক যার মূল্য ছিল মাত্র ৩.২১ টাকা। ২৯ অক্টোবর মঙ্গলবার তাকে ফের তালিকাভুক্ত করে বম্বে স্টক এক্সচেঞ্জ। এলসিডের সঙ্গেই নালওয়া সনস ইনভেস্টমেন্ট, টিভিএস হোল্ডিংস, কল্যাণী ইনভেস্টমেন্ট কোম্পানি, এসআইএল ইনভেস্টমেন্ট সহ আরও কয়েকটি লগ্নিকারী সংস্থাকে তালিকায় ফেরানো হয়েছিল। কিন্তু ইতিহাস সৃষ্টি করল এলসিড।
দেখুন অন্য খবর: