নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Niramala Sitharaman) এবং অন্যান্যদের বিরুদ্ধে হওয়া নির্বাচনী বন্ড মামলা খারিজ করল কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)। সীতারামন সহ অন্যান্যদের বিরুদ্ধে হওয়া এফআইআরের বৈধতাকে চ্যালেঞ্জ করেন বিজেপির (BJP) নলিন কুমার কাতিল। সেই মামলায় হাইকোর্ট মামলার তদন্তে স্থগিতাদেশ দেয়। এদিন বিচারপতি এম নাগাপ্রসন্ন (Justice M Nagaprasanna) মামলা খারিজ করলেন।
আরও পড়ুন: ব্যালটে পুনঃনির্বাচনের পরিকল্পনা বাতিল মহারাষ্ট্রের মারকাদওয়াড়িতে
সীতারামন ছাড়াও বিজেপির জে পি নাড্ডা (JP Nadda) ও নলিন কুমার কাতিল এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর অফিসারদের বিরুদ্ধে নির্বাচনী বন্ড প্রকল্পের মাধ্যমে তোলাবাজি ও অন্যান্য আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ, বেদান্ত, স্টারলাইট এবং অরবিন্দ ফার্মা কোম্পানিগুলিতে ইডি তল্লাশি অভিযান চালায় স্রেফ ওই সংস্থাগুলিকে নির্বাচনী বন্ড প্রকল্পে বিনিয়োগ করতে বাধ্য করার জন্য। বেঙ্গালুরুর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সেই অভিযোগ গ্রহণ করেন এবং এফআইআর দায়ের হয়।
দেখুন অন্য খবর: