ইম্ফল: মণিপুরে (Manipur) নতুন করে অশান্তি বৃদ্ধি করছে ভারত ছেড়ে মায়ানমারে (Myanmar) পালিয়ে যাওয়া জঙ্গিরা (Militants)। এবার তারা বিপুল গোলা বারুদ নিয়ে বর্ডার পেরিয়ে দেশে ঢুকছে। গন্তব্য মণিপুর। তাই কুকি-মেইতি সংঘাতের (Kuki-Meitei Clash) মাঝে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে নতুন করে অশান্তি বৃদ্ধির আশঙ্কা করছেন নিরাপত্তারক্ষীরা। মণিপুরের বেশ কয়েকজন পুলিশ এবং সেখানে মোতায়েন থাকা সেনার আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু এলাকায় অশান্তি ছড়ানো শুরু করেছে এই জঙ্গিরা। তারা ছোট ছোট একাধিক দলে বিভিক্ত হয়ে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের উপর জুলুমবাজি করছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
মণিপুর পুলিশ জানিয়েছে, মায়ানমার থেকে আগত জঙ্গিদের হাতে রকেট লঞ্চার সহ অনেক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে। সেই কারণে এই জঙ্গিদের নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে। এইসব অস্ত্র হাতে নিয়ে জঙ্গিরা গ্রামে গ্রামে গিয়ে জুলুম করে টাকা আদায় করছে বলে অভিযোগ সামনে এসেছে। এছাড়াও, তাদের বিরুদ্ধে বিভিন্ন নিষিদ্ধ মাদক বিক্রির অভিযোগও উঠেছে। পুলিশের অভিযোগ, মাদক বিক্রির মাধ্যমে টাকা রোজগার করে তা দিয়ে নতুন অস্ত্র কিনতে পারে জঙ্গিরা। ফলে মণিপুরের কুকি-মেইতি সংঘাত আরও চরম আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সেনা কর্তারা।
আরও পড়ুন: পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমানাধিকার! বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট
প্রসঙ্গত, মণিপুর হল ভারতের উত্তর-পূর্বের প্রান্তিক রাজ্য। মায়ানমার দেশটি মণিপুরের খুব কাছে অবস্থিত হওয়ার কারণে সেই দেশের অশান্তির আঁচ সেখানেও পড়বে বলে আশঙ্কা করছেন সেনা আধিকারকরা। কিন্তু এই জঙ্গি সমস্যা আবার নতুন করে টেনশন বৃদ্ধি করছে এই প্রান্তিক রাজ্যে। তাই জঙ্গি অনুপ্রবেশ রুখতে বর্ডারে নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি, ঢুকে পড়া জঙ্গিদের চিহ্নিত করে তাদের আটক করার ব্যবস্থাও করছে নিরাপত্তারক্ষীরা।
দেখুন আরও খবর: