নয়াদিল্লি: মাঙ্কিপক্স (Monkey Pox) ভাইরাস কি এবার ভারতেও (India) প্রবেশ করল? তেমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health) জানিয়েছে, বিদেশ থেকে ভারতে আসা এক ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। রোগীর শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করতে দেওয়া হয়েছে, তার ফলাফল এলেই জানা যাবে তিনি মাঙ্কিপক্সের জীবাণু বহন করছেন কি না। এও জানা, গিয়েছে, যে দেশ থেকে ওই ব্যক্তি ভারতে এসেছেন, সে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
ওই ব্যক্তি কীভাবে আক্রান্ত হতে পারেন, কাদের সংস্পর্শে এসেছেন, এসব কিছুই রীতি অনুযায়ী খতিয়ে দেখা চলছে। স্বাস্থ্যমন্ত্রক এও জানিয়েছে, এখনই অযৌক্তিকভাবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই ধরনের ঘটনার জন্য প্রস্তুত আছে।
আরও পড়ুন: বিনেশ-বজরং নিয়ে ব্রিজভূষণকে বিরূপ মন্তব্য করতে বারণ বিজেপির!
স্বাস্থ্যমন্ত্রক জানায়, এই ধরনের বিদেশ থেকে আসা কেসের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত আছে। যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, নতুন ভ্যারিয়ান্টের আগমনের পর গত ১৪ অগাস্ট এই ভাইরাসের প্রাদুর্ভাবকে গণস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই জীবাণু দৈহিক সংস্পর্শে ছড়ায়।
দেখুন অন্য খবর: