ওয়েব ডেস্ক: নয়া দায়িত্ব গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন প্রধান বিচারপতি (Former CJI) ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। জার্মানির শক্তি উৎপাদনকারী সংস্থা উইন্টারস্যাল এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতা স্থাপনের ক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষের ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি।
সোভিয়েত ইউনিয়নের মোকাবিলায় ইউরোপের সংস্থাগুলিকে রক্ষা করতে নয়ের দশকে আন্তর্জাতিক জ্বালানি শক্তি সংক্রান্ত সনদ চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় পারস্পরিক সহযোগিতায় জার্মানির সংস্থা উইন্টারস্যাল (Wintershall) এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতার চেষ্টা চলছে। আর তাতেই একেবারে নিয়োগ কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পেয়ে গেলেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।
আরও পড়ুন: মোদির সঙ্গে সাক্ষাৎ হবে অভিষেকের
প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় যে পদ পেলেন, তার পোশাকি নাম Appointing Authority. সেটি Permanent Court of Arbitration-এর অধীনে পড়ে। এতদিন Appointing Authority হিসেবে কাজ সামলাচ্ছিলেন এডুয়ার্ডো সিকুইরোজ। গত ২২ মে তিনি পদ থেকে ইস্তফা দেন। সেই পদে এবার অধিষ্ঠিত হলেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।
প্রসঙ্গত, ভারতের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন চন্দ্রচূড়। তিনি দায়িত্ব নেন ২০২২ সালের ৯ নভেম্বর এবং অবসর নেন ২০২৪ সালের ১০ নভেম্বর। এই মুহূর্তে প্রধান বিচারপতি পদে আছেন বি আর গভই, তাঁর মেয়াদ শেষ হবে এ বছরের ২৩ নভেম্বর। বিচারপতি গভইয়ের পরে দায়িত্ব নেবেন বিচারপতি সূর্য কান্ত।
দেখুন অন্য খবর: