নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তুমুল আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। তিনি বলেন, একজন বিশ্বাসঘাতক আরএসএস-এর (RSS) মর্ম বুঝবে না। সম্প্রতি আমেরিকার টেক্সাসে গিয়ে রাহুল বলেছিলেন, কংগ্রেস এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মতাদর্শ আলাদা। আরএসএস মনে করে ভারত এক ভাবাদর্শের দেশ কিন্তু কংগ্রেস বিশ্বাস করে দেশের বহুত্ববাদে।
কংগ্রেস নেতা এও বলেন, বিজেপি (BJP) এবং আরএসএসের বিরুদ্ধে লড়াইটা স্পষ্ট হয়ে গিয়েছিল লোকসভা নির্বাচনে, তখন কোটি কোটি ভারতবাসী উপলব্ধি করে, প্রধানমন্ত্রী দেশের সংবিধানকে আক্রমণ করছেন।
আরও পড়ুন: সন্ধ্যা ৬টার পর ময়নাতদন্ত করা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের
রাহুলকে আক্রমণ করে গিরিরাজ সিং বলেন, “যদি ওঁর ঠাকুমার সঙ্গে যোগাযোগ করার কোনও প্রযুক্তি থাকে তাহলে রাহুল যেন তাই করেন, নয়তো ইতিহাসের পাতা উল্টাক। আরএসএসকে বুঝতে হলে রাহুল গান্ধীকে অনেকগুলো জন্ম নিতে হবে। একজন বিশ্বাসঘাতক আরএসএসকে বুঝতে পারবে না, যে বিদেশে গিয়ে দেশের সমালোচনা করে সে এর সারমর্ম বুঝতে পারবে না।”
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “মনে হয় রাহুল গান্ধী বিদেশে যান শুধু ভারতের বদনাম করতে। ওঁর জীবনে আরএসএসকে বোঝা সম্ভব নয়, আরএসএসের শিকড় ভারতের মূল্যবোধ এবং সংস্কৃতির গভীরে।” এদিকে, কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা রাহুল গান্ধীর প্রশংসা করে বলেছিলেন, রাহুলকে বোঝা সহজ নয় তাঁর উচ্চ পর্যায়ের শিক্ষা, প্রচুর পড়াশোনা এবং গভীর চিন্তাশক্তির জন্য।
দেখুন অন্য খবর: