কলকাতা: ফের গুগল ম্যাপ (Google Map) নিয়ে বিপত্তি। কিছুদিন আগে গুগল ম্যাপ অনুসরণ করে নির্মীয়মাণ সেতু থেকে পড়ে প্রাণ গিয়েছিল তিনজনের। আর এক ঘটনায় আহত হন তিনজন। এবার হতাহত না হলেও গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ঘটল বিপত্তি। বিহারের এক পরিবার গাড়ি চালিয়ে গোয়া যাচ্ছিলেন। গুগল ম্যাপ তাদের নিয়ে গেল কর্নাটকের (Karnataka) ঘন জঙ্গলে।
গুগল ম্যাপের নেভিগেশন দেখে চলছিল গাড়ি। তাতে দেখানো শর্টকাট নিয়ে গেল বেলগাভি জেলার খানাপুর এলাকার কাছে ভীমগড় (Bheemgad Forest)জঙ্গলে। ওই পরিবার জানতেন না যে শর্টকাট নিতে গিয়ে বিপদসঙ্কুল ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। টানা আট কিলোমিটার গাড়ি চালিয়ে তাঁরা এমন জায়গায় পৌঁছলেন যেখানে মোবাইল সংযোগ নেই।
আরও পড়ুন: প্রণামী বাক্সে ১৯ কোটি! মরুরাজ্যের অবাক ঘটনা
রাতের অন্ধকারে জঙ্গল থেকে বেরনোর বহু চেষ্টা করেও লাভ হয়নি, সারারাত জঙ্গলেই গাড়ির মধ্যে কাটায় ওই পরিবার। ভোর হতেই গাড়ি রেখে হাঁটা শুরু করেন তাঁরা, প্রায় চার কিমি চলার পর মোবাইল সংযোগ পান। এরপর ১১২ নম্বরে হেল্পলাইনে যোগাযোগ করতেই সাড়া দেয় স্থানীয় পুলিশ। পরিবারের লোকেশন খুঁজে বের করে তাঁদের জঙ্গল থেকে সুরক্ষিত অবস্থায় বের করা হয়।
দেখুন অন্য খবর: