
কলকাতা টিভি ওয়েব ডেস্ক: গুয়াহাটিতে সোমবার রাত থেকে একটানা প্রবল বৃষ্টিতে ভূমিধসে ৪ শ্রমিকের মৃত্যু হল। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির তোড়ে গোটা শহর ভাসছে। গুয়াহাটি স্টেশনের ট্রেন লাইন জলে ডুবে গিয়েছে। শহরের বিভিন্ন এলাকায় জল জমে জনজীবন প্রায় স্তব্ধ। অতি ভারী বৃষ্টির কারণে রাজ্য সরকার মানুষকে খুব জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বেরতে নিষেধ করেছে। মৌসম ভবন থেকে আবহাওয়ার পূর্বাভাসে আগামী ৩ দিন অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টির কথা জানিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Agnipath-Indian Army: সেনা বাহিনীতে ‘অগ্নিবীর’ নিয়োগ, মেয়াদ মাত্র ৪ বছর
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নাগাড়ে বৃষ্টির জেরে গভীর রাতে গুয়াহাটির পশ্চিম বোরাগাঁওয়ের নিজারপুরে ধস নামে। তাতে একটি বাড়ি ভেঙে পড়লে ৪ শ্রমিকের মৃত্যু হয়। তাঁরা রাজমিস্ত্রির কাজ করতেন। ওখানে একটি বাড়ি ভাড়া করে থাকতেন। খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপের তলা থেকে ৪ জনের দেহ উদ্ধার হয়।
সহকারী পুলিস কমিশনার নন্দিনী কাকতি সংবাদ সংস্থাকে জানান, আমরা প্রথমে স্থানীয়দের মারফত খবর পাই। প্রবল বৃষ্টির তোড়ে প্রথমে ওই বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে। মুহূর্তেই পাহাড়ের ঢাল ভেঙে বাড়িটির উপর গিয়ে পড়ে। যে ৪ জনের মৃত্যু হয়েছে, তাঁরা সে সময় ঘুমিয়ে ছিলেন। সে কারণে ঘটনার সময় কেউ বেরনোর কোনও সুযোগই পাননি। মৃতদের মধ্যে ৩ জন ধুবড়ির ও একজন কোকরাঝাড়ের বাসিন্দা।