নয়াদিল্লি: আইসিইউতে চেন দিয়ে বাঁধা বন্দি। হাতে হাতকড়া। হরিয়ানা সরকারকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। রোহতকের পিজিআইএমএস হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে বন্দি চিটিং মামলায় এক অভিযুক্ত।
আদালতের প্রশ্ন, এর ব্যাখ্যা কী? মৌলিক অধিকার ভঙ্গের এ এক চূড়ান্ত উদাহরণ। হলফনামা অনুযায়ী, হাতকড়া পরিয়ে তাকে আইসিইউতে ঢোকানো হয়। এর কী ব্যাখ্যা দেবেন? হরিয়ানা সরকারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে এমনই প্রশ্ন করে দেশের শীর্ষ আদালত। পাশাপাশি বন্দি রোগীর প্রতি এমন আচরণের ব্যাখ্যা তলব করেছে আদালত। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: শাহের সঙ্গে বৈঠকের আর্জি, ইমেল নির্যাতিতার বাবা-মায়ের